শেষ দিনেও তো বলেছিলে থাকবে,
পুজোর সপ্তমী-তে সবাই মিলে
         তখন ওয়ান হাসি গান গল্প হবে ।
শরীরে অত জ্বালা নিয়েও হেসে বলেছিলে ভালো আছ ?
সুস্থ হয়ে ওঠার জন্য বড় যাতনা সহ্য  করছো ।
মুখ জুড়ে বিষন্নতা, একটু হাসি ছড়ানোর বৃথা চেষ্টা ।
এ যেন পানাপুকুরে পানা সরিয়ে জলের স্বচ্ছতা খোঁজা।
মুখের ভিতর কি যেন রেখেছো । ওটা তিক্ততা কাটাতে !
অনেকটা সময় এখানে থাকতে হ্য় একটু নতুন হতে
শরীরে নতুন রক্তের আগমনী, বিসর্জন হ্য় পুরানোর ।
         ইচ্ছা শুধু এতটুকু চাই একটু বাঁচতে ।
ওকে তো জানো, আমার জন্য কতভাবে ও রাত জাগে ।
আর ছেলেটা কাছে থাকার জন্য অন্তরে অন্তরে কাঁদে ।
       বড় লোভ হ্য় , আর পাঁচজনের মত স্বাভাবিক হতে ।
বাঁচতে চাওয়াটা কি বিশাল অপরাধ, পৃথিবীটা কত সুন্দর
চাঁদ ফুল আকাশ নদী পাহাড় মরু, সব থাকে নিজের মত ।
তবে আমি কেন অল্পায়ু ? আমি লড়ে যাব, আমি বাঁচব ।
       আমাকে বাঁচতেই হবে - আমার সন্তানের মুখ চেয়ে ।
       *************
আজ ফুল মালাতে মনে হয়েছে নেই
ধুপ ধুনোর গন্ধেতে মনে হয়েছে নেই
কপালে চন্দনের ফোটাতে-ও নেই ,
নেই নেই নেই কোথাও নেই
তখনই ছেলেটা কেঁদে ওঠে, মনে হল
     ওই কান্নাতেই তুমি বেঁচে আছ ...