বুকের তারে যে গান বাজে
সেটাই গাই  সকাল সাঁঝে ।
যেজন আছে মনের মাঝে
খুঁজবে কেন সবার মাঝে ?


একটা শরীর একটা আকাশ
প্রাণ স্পন্দন মুক্ত বাতাস ।
এই মনেতে এত্তোখানি হতাশ
বন্ধু চিনতে পাচ্ছি কেন তরাশ ?


এই দেখনা ভোরবেলাতে কিযে হলো  
আবর্জনা-স্তুপে কান্না ভেসে এল ।
আকাশ জুড়ে তখন মেঘের ভেলা
আগমনী গান কে যেন গেয়ে গেল ?


আপনারে আপনি চিনতে গিয়ে
পথ হারালেম পথের শেষে গিয়ে ।
কাঁটার বনে ফুল তুলতে গিয়ে
প্রাণ হারালেম জীবন খুঁজতে গিয়ে ।