আগমনী


আজ শরতের এই প্রভাতে আসবে মাগো শিউলি ফোটা পথে
মৃন্ময়ী নয় চিণ্ময়ী রূপ সোনার বরণ অরুণ আলোর সাথে ।


তাইতো দেখি মাঠে ঘাটে শ্বেত শুভ্র কাশের লাগে দোলা
নীল আকাশে খুশির ছোঁয়া কাজ ফুরানো মেঘের ভেলা ।


পাকা ধানের গন্ধে মাতাল সুখের দিনের বীজ বোনা
মা আসে তাই এত্ত আলো দিই অঙ্গন জুড়ে আল্পনা ।


চিনি তোমায় খুব চিনি তুমি যে গো মা আনন্দময়ী
তুমি সকল মন শতদলে রুপং দেহি যশো দেহি ।


দুঃখ শোকের অসুর বধে ঝলসে তোল ত্রিশুল খানি
শান্তি বারি দাও ছড়িয়ে সুখ সম্পদ দাওগো আনি ॥