সেদিন কী হল জানিনা ? জীবন মরণ দোলা !
বাম বুকের খাঁচার ভিতর অদ্ভুত এক চেতনা
যেন একটা বন্দী পাখি উড়বে অনন্ত আকাশে
বুকে হাত রেখে শুধু জানিয়েছি ‘বড় যন্ত্রনা’
তারপর ধীরে ধীরে নাটকের যবনিকা পাত
দিনের আলো ক্রমশ হ্রাসমান ঘন অন্ধকার।।


অপূর্ব লাস্যময়ী মোনালিসা অপূর্ব হাসি সমেত
তুমি অপেক্ষারত রজনী গোলাপের বরমালাতে
প্রার্থনা ফেরালে, শেষ শ্বাসটুকুও কেড়ে নিলে...
আমারও জেদ কিছু ছিল বানভাসি নদের মতো
অশ্রুত ধ্বনি শুনি,  ছুরি কাঁচিতে স্বস্তির টুংটাং
'ওগো প্রিয়তমা' শেষ হাসি হেসে আবার নবজীবনে ॥