দূর্গা... চায়ের কাপটা তাড়াতাড়ি খোকাকে দিয়ে আয় ।
         দাদাবাবু এই নাও তোমার গরম চা ।
দূর্গা... আমার জুতোটা একটু পালিশ করে দিস ।
         চকিতে দুর্গার শাড়ির আঁচলে টান পড়ে ।
দূর্গা... বাসী কাপড়গুলো কাচা হলে ছাদে দিয়ে আসিস।
         হাতের আঙ্গুল পায়ের হাঁটুর যন্ত্রনা বাড়ে।
দূর্গা... এত সময় লাগলো, সবজিগুলো কে কাটবে?
         এই দিচ্ছি,সবজির ঝুড়িটা বুঝি ফ্রিজে ?
দূর্গা... দিদি কলেজ যাবে শাড়িটা আয়রন হয়েছে ?
         এই তো হয়ে গেছে ,যায় দিয়ে আসি ।
দূর্গা... খবর যে বাসী হয়ে গেল কাগজটা কখন দিবি ?
          আসছি দাদু, দড়ির ঝোলা থেকে এই তুলছি ।
দূর্গা... কলিং বেলটা বাজলোনা ! যা দরজাটা খুলে দে
         ওমা দেখে যাও কারা যেন চাঁদা নিতে এসেছে ?
দূর্গা... ওদের বলে দে পরে আসতে, এখনো বোনাস হয়নি ।
         বাবু বলে দিয়েছি , মহালয়ার পরে আসতে ।
দূর্গা... বেসিনে কাল রাতের বাসনগুলো কি আমি মাজব ?
         না মা এইতো আমি আছি কি করতে ।
দূর্গা... তোর চোখে জল । আঁচল দিয়ে বারবার মুছিস ?
         মাটির গড়া দূর্গা হবি , দেখবি কত পুজো পাবি ।