আরো একবার জন্ম নেব তুমি আর আমি
এই সাগরতীরে এই বালুচরে আবার খুজে পাব
এভাবে হাতে হাত রেখে এগিয়ে যাব
ছোট বড় তরঙ্গ গুলো পা ছুয়ে ফিরে যাবে ।
বাতাসের শন শন তোমার ভিজে চুল ওড়াবে
মুখ ঢেকে যাবে তুমি তখন আমার বনলতা।


পথে যেতে যেতে কখন সন্ধে হয়ে যাবে
আকাশের দিকে হাত বাড়িয়ে দেখাবে ধ্রুবতারা
দলে দলে পাখিরা ফিরে যাবে নিজ বাসায়
আমরা কি করব, আমাদেরতো কোন বাসা নেই
আবার কি হারিয়ে যাব ঘন অনন্ত অমা-রজনীতে?
নাহ ঠিক খূজে নেব আগামী কোজাগরী জোত্স্নাতে  ।।