কাঠবেড়ালি কিরিক কিরিক গাছের ফাকে
          লেজটি তুলে আপনমনে ডাকে ।
তাইনা শুনে উলুক ঝুলুক খুজলো মেয়ে
             জানলা দিয়ে পথের বাকে ।
প্রজাপতি তিরতিরিয়ে এফুল ওফুল ওড়ে
             মধুর জন্যে সারাটি দিনভোরে ।
একটা ছেলে চকমকিয়ে তাকিয়ে থাকে
             যদি দেখা হয়ে পায় তারে ।
ছোট্ট কুকুর কুকড়ে-মুকড়ে পথের মাঝে
             মা যে তার কোথায় গেছে চলে।
পূজো এলো ধড়ফরিয়ে, আজ নবমী বলে
              আসব আবার... কালকে যাব চলে।


এইযে আসা এইযে যাওয়া বূকের ভিতর
             যেন কান্না হাসির কেমন খেলা।
মায়ের মূখটা হ্টাত করে মলিন লাগে
             এমন বূ্ঝি হ্য় ঠিক যাবার বেলা ।