কথাতো ঠিক ছিল তুই অপেক্ষা করবি শিউলী তলায়
আমিও ভোরবেলায় ঘুম ভেঙে একছুট্টে সেইখানে ।
''বাজল তোমার আলোর'' ইসস কি দেরী হয়ে গেল  
মিচকি হেসে তুই বলতিস 'জানতাম তুই ঘুমকাতুরে '।
দুপুরবেলায় চুরি করে তোর ঠাকুমার তৈরী আচার
ইচ্ছে করে চকাস চকাস আওয়াজ, হুমম যেন অমৃত।
আর পুকুরে তুই পানকৌড়ির মতো ডুব সাঁতার দিতিস
বুকের ভিতরটা কেমন ভয়েতে কঠিন হয়ে যেত ।
বর্ষাকালে কদমের ডালে অনেক কদম পেড়েছিস
গাছ থেকে নামতে গিয়ে তোর ডান পা'টা ভাঙলি ।
একবার চুরি করে খেজুর গাছ থেকে রসের হাঁড়ি
নামিয়ে এক চুমুকে সব শেষ, তারপরের দুষ্টুমি নাহ ।
হটাত একটা কঠিন দিন সব অন্ধকার,তোর বাড়ি খালি
আমরাও বেড়িয়ে পড়লাম অজানা আশ্রয়ের সন্ধানে ।
কেমন আছিস ভালো, মনে পড়ে আমার কথা ?
আমি মাঝে মাঝে স্মৃতির পাতা খুলে বসে থাকি ।