''বিজয় দিবস ''


আকাশে বাতাসে নদী পর্বতে ধ্বনিত একটি নাম
সেই তো আমার বাংলাদেশ  আমার বাংলাদেশ ।
প্রাণের ছোঁয়ায় উজল ধারায় সফল বিজয় দিবস
বহু মানুষের প্রান বিনিময়ে আমার স্বাধীন দেশ ।


ভ্রমরাগুলি কি যায় বলি,
      ধায়ছে অলি কুসুমকলি ।
বুনছে বাসা বাবুই খাসা,
       শিস দিয়ে গায় দোয়েল বেশ ।
আকাশে বাতাসে নদী পর্বতে ধ্বনিত একটি নাম
সেই তো আমার বাংলাদেশ  আমার বাংলাদেশ ।


পদ্মদিঘির জল থই থই,
       ঢোলকলমী ফুটলো যেই ।
নীল আকাশের বুক জুড়ে,
       সবুজ লালের পতাকা ওড়ে ।
আকাশে বাতাসে নদী পর্বতে ধ্বনিত একটি নাম
সেই তো আমার বাংলাদেশ  আমার বাংলাদেশ ।


ক্ষেতের ফসল নুইছে মাথা,
         মুক্তিসেনার গরিমা গাঁথা ।
(তাঁদের) দৃপ্ত শপথে করি স্মরন,
           বিজয় মাল্যে করি বরন ।
আকাশে বাতাসে নদী পর্বতে ধ্বনিত একটি নাম
সেই তো আমার বাংলাদেশ  আমার বাংলাদেশ ।