সব আশা তুচ্ছ করে হঠাৎ খবর আসে
সে নেই ... চোখের সামনে যবনিকা নেমে এলো
পায়ের তলার মাটি যেন সরে গেল!
আমার চোখে একফোঁটা জল এলোনা ।
সব যেন নিমেষে উবে গেছে কোন সুদূরে ।
বিশাল এই পৃথিবীতে আমি বড় একা
কে যেন ককিয়ে ওঠে ?
       আমার ছোটো মেয়ে । ওকে কাছে ডাকি !
ছেলে দুটো গলা চেপে জড়িয়ে ধরে বলে
'' মা এবার আমাদের কি হবে ?''


ধীরে ধীরে ভূমি ছেড়ে উঠে দাঁড়ালাম,
পায়ের তলায় মাটি ফিরিয়ে আনতে !
ওদের মুখ চেয়ে শুরু, বেঁচে থাকার লড়াই, ।
সদ্য বিধবা নির্বোধ এক নারীকে
     কেউ বিনা স্বার্থে এতটুকু জমি ছেড়ে দেবেনা ।
বারবার ডাক এসেছে ভুল পথে যাবার হাতছানি ;
ততবার মেরুদন্ড টানটানে রুখে দাঁড়িয়েছি ।
ন্যায়ের পক্ষ নিতে জিহ্বাকে করেছি ধারালো ।
তবু অনেকের মধ্যে কেউ কেউ
      আমার চলার পথে সাথী হয়েছে ।
তা'নাহলে কোথায় হারিয়ে যেতাম কে জানে
তাদেরকে এই শেষের দিনে জানাই প্রনাম ।


এখন মনে হ্য়, এই'তো শুরু করেছিলাম  
আজ চকিতেই বাঁশি বাজিয়ে খেলা শেষ ।
একগোছা রজনীতে আছে কিছু স্মৃতি জলকণা ।
আমার দোষ ত্রুটি যত করে দিও সবাই মার্জনা  ।