জীবন ক্ষত বিক্ষতে যেন আধা এক কবিতা
কিছু প্রকাশ কিছু কুয়াশা আশা সত্যতা ,
ওরা বেঁচে থাকে একবুক আলো আধারে
      কখনো সুম্পূর্ণ হতে, যদি ওরা আসে ফিরে ।
জীবনের তরী, তটিনী সন্ধানে আজ শ্রান্ত
কত অসফলতার বেষ্টনীতে আছে সে দিকভ্রান্ত ,
তবু ও নুড়ি পাথররের সংকেত রেখে রেখে
          চলেছি ঠিক যেখানে পথ গিয়েছে বেঁকে ।
জীবনের বাঁকে এসে দেখি আবার সেই ভুল
ফিরে গেছি বার্থতায়, গুনে গেছি মাশুল,
বার বার প্রতিধ্বনিতে দিয়েছি কত সাড়া
        ততবার মরিচিকা ভ্রমে ফুলের ঝরে পড়া ।
জীবন আর চায়না তাজমহলের ঔজ্জ্বল্যতা
একান্ত বিষন্নতায় থাক কোনার্কের মৌনতা ,
অসম্পূর্ণ ইচ্ছা আশা একে একে হোক মাটি
     অসম্পূর্ণ কবিতা ঘুমাও বিছিয়ে শীতলপাটি ।