তোমার রঙে রঙ মেলাতে
          চোখেতে চোখ রাখি ,
আকাশ নীল সেই চোখেতে
          খোলা খামে চিঠি ।


গুনগুন গানে গুঞ্জরন
           দখিনা দেখি মুখরিত ,
ফুলেরা আজ লুটিয়ে পড়ে
           খুব যেন পরিচিত ।


এখন তুমি ভরা নদী
        ইশারাতেই  আমন্ত্রণ ,
আবার কোথায় যাও হারিয়ে
          হলো মিথ্যে সন্তরণ ।


হলুদ পাখির ডানায় ডানায়
        খর্ব ওড়ার স্বাধীনতা ,
কার বানেতে আঘাত পেয়ে
          সুদীর্ঘ এক কবিতা ।


মেঘের আড়াল সরিয়ে দিতে
        দুহাত বাড়িয়ে রাখি ,
হাজার ভিড়ে সুর মেলাতে
         পথ চলা যে বাকি ।