চুপিসাড়ে আমি আসি বসন্ত বাতাসে  
        কানে কানে বলি হেসে হেসে ।
বলেছিলাম আবার আসিব ফিরে
       ফুল ফোটাতে ভরা ফাগুন মাসে ।


বলো কেমন ছিলে আমায় ভুলে
        সারা বছর রোদ বৃষ্টিজলে ?
খরায় ফুটিফাটা বর্ষায় বানভাসি
        হিমের রাতে,বুঝি জেগেছিলে ?


তাই বছর ঘুরে আবার এসেছি ফিরে
     উজার করে পত্রহীনে দিতে কিশলয় ।
মুকুলিত ঘ্রাণে আমারই পদধ্বনি
    সজনের ফুল আগমনী গেয়ে যায়।


বকুল বিতানে সাথী খুঁজে ফেরে
      কুহু কুহু ডাকা কোকিল কুজনে ।
ঝাপটে ডানা ওই বুঝি দিল সাড়া
     আকুলি বিকুলি দিশাহারা দুজনে ।


আমার ছোঁয়ায় ফাগুনে আগুন আনে  
      পেয়েছি সাড়া শিমুল পলাশ সাজে ।
তুমি ও এসো আগল খুলে নয়ন মেলে
      দেখবে, হৃদমাঝারে ধামসা মাদল বাজে ।