নিদ্রা দেবী ব্রাম্ভ মূহুর্তে কোল ছাড়া করেছে
শীত বুড়ি হালকা কুয়াশায় লাঠি ঠুকে চলেছে;
শহুরে কাকগুলো রাস্তার নিয়নে দিন ভেবেছে
ইন্ধন ভর্তি গাড়িটা সড়ক কাপিয়ে চলেছে !


ঘুমহারা দিশাহারা, কবিতার সরোবরে চলেছি
অবগাহন হলোনা সেখানেও আকাল লেগেছে;
পঙ্কিলতায় কোথাও কিছুটা পানি রয়ে গেছে
তাই চকিতে শাপলার দল পাপড়ি ঝরিয়েছে !


এই সংকট-কালে কোকিলটা ডেকে উঠেছে
ডিমে তা দেওয়া কাক বউ তার পিছু নিয়েছে;
সেই সুযোগে কোকিলা বঁধু প্রসবে মন দিয়েছে
কাক বঁধুয়ার অজান্তে ধ্বংস কেমন সৃষ্টি এনেছে !


ঝরে যাওয়া পাতায় বুঝি সারারাতের কান্না ছিল;
দুচোখে ঝরলো,সেই দুফোটায় মনটা ভিজে গেল ।