তোমার সাথে আর দেখা হবেনা প্রিয়
তবু আছো সাথে ছায়ার মত ভেসে !
  আধো ঘুমে স্বপ্নে আধো জাগরণে
   ঘরোয়া অগোছালো চাদর বালিশে ।
    একান্ত একলা স্নানঘরের সুগন্ধীতে
     জড়িয়ে থাকা কেশ, চিরুনী বিন্যাসে !
      হারমোনিয়ামের ভাঙ্গা জার্মান রীডে
       লেগে থাকা রক্তিম নেলপালিশে ।
ঝুমকো কানেরটা অনেক খুঁজেছিলে
ওটা ছিল গীতবিতান তাকের পাশে ।
  লেকের ধারে পলাশ গাছে হেলান দিয়ে
   এখন অন্য এক মানব মানবী আসে ।
    চোখ ফিরিয়ে নিলেও আমাদেরই দেখি
     ঠিক যেমন দেখে ফেলি সিনেমা ফ্লাশে !
     লহমায় হারালো তিলে তিলে তিলোত্তমা
      ভালো কথা, ফোটেনি ফুল সেই পলাশে ।