আমি এক অভিমানী
পথে শুনি পদধ্বনি।
মুদে রাখী দুটি আঁখি
ডানা ঝাপটায় বন্দী পাখি ।


      ভ্রম বুঝি পত্র মর্মরে
বুকে ক্ষত বিরহ শরে ।
কতদিন দেখিনি তারে
দেখলেই ভালবাসা ঝরে ।


      জানে দখিনা বাতায়ন
এই শবরীর সাতকাহন ।
ফোটেনা ফুল বিনা বরিসনে
হলোনা প্রেম বিনা দরশনে ।


একবার ত্বরা করে এসো প্রিয়
বিরহানলে আর না পোড়াও ॥