শেষ বিকেলের রোদ্দুর লেগে তোমার পালকে ;
এনেছ কি পদ্মের বীজ তোমার ছোট্ট ঠোঁটে ?
হলুদ ক্ষেতের ধুলো ডানায় কি লেগে আছে ?
সন্তর্পনে আলের জলস্রোতে বিষ মিশে যাচ্ছে !
তোমার সাথী কি ফিরেছে এই পুরোনো বাসায় ?
ধীরে রাত্রী নেমে এলো আকাশের প্রথম তারায় ।