আমি এক চারভাগের তুমি তিন
তুমি এলে সাথে নিয়ে এলে প্রাণ।
অস্তিত্ব কোথাও এই বাতাসে মিশে
আবার নীল আকাশে ভেসে ভেসে ।


তোমাতে আমাতে আদি সখ্যতা
বৃষ্টি হয়ে ভেজালে চোখের পাতা ;
শুরুতেই জ্বলে পুড়ে হয়েছি ছারখার
সাথীকে পেয়ে আমাদের ভরা সংসার ;


যেখানে হাতে হাত উর্বরা শস্য-শ্যামলা
না পেলে পাশে আমিই মরু-নিস্ফলা ।
বৃষ্টি ঝরনাধারায় আমার শরীরে নদী
ধীরে চলে যাও,নীল-সাগর ডাকে যদি ।


সাগর সঙ্গমে অপরূপা নীল নীলাম্বরী ছিলে
মেঘ ডাকে যেই, বাস্পীভূত সূর্য্যকরোজ্বলে ;
আজ তৃষিত প্রকৃতি জিনেছে  তোমার কদর
প্রানের আলো জ্বালিয়ে তুমি আমি সবাকার ।।