এসে যখন পড়েছি
আর পিছনে ফিরে যাবনা
আতর আর পানপেয়ালার বাসী গন্ধ
এখন আর এই হৃদয়কে উদ্বেলিত করছেনা
ঝাড়বাতির আলোগুলো এক এক করে নিভছে
ঘুঙুরের বোল সুর ঝঙ্কারে একরাশ ক্লান্তি জমেছে
এস্রাজের চিনগারীতে মুখ লুকোচ্ছে উপবাসী রাত
কাঁচপোকা টিপ খসিয়ে মেয়েটা যেন রচিত বাসর মর্গে ।।


এবার ফিরে যাব
পায়ে পায়ে নদী তীরে
যেখানে জল খেলে পাড় ভাঙে
আবছা ভোরে একটা দুটো পাখী ডাকে
এখন কারোর ডাকে কোনদিনও সাড়া দেবনা
এখন শরীরের ক্লেদ ধুয়ে নেব উদোম ঘোলা জলে
হেলে পড়া বট সশব্দে পাড় ভেঙে নিমেষে নদীর ঘূর্ণিতে
একদিন আমি আমাকেই চাক্ষুষ করি সেই রচিত বাসর মর্গে ।।