এখনো আকাশ তেমনি আছে দখিনা বাতাস বইছে;
আজ কি তবে পয়লা মে কৃষ্ণচূড়া তাই ফুটেছে।
পেটের খিদে বোঝেনা কিছু, বাড়ন্ত ঘরে চাল;
নীরব থেকো না পয়লা মে,জবাব কি কিছু  আছে?


দুঃসহ রাত পেরিয়ে ওরা ঘরের ছেলে ঘরে ফিরেছে
অসহায় সব মুখগুলো দেখে, ফেরার আনন্দ নিবে গেছে।
উপোষী হয়ে থাকলে ঘরে পেটের খিদে কি যাবে ঘুচে ;
নীরব থেকো না পয়লা মে জবাব চায় জবাব কি আছে ?


যদি ও জানি ঝড়ের রাতে, তুমি সম্বল তুমিই ভরসা
তোমার গানেতে উঠে দাঁড়ায়, প্রানেতে জাগে বাঁচার আশা।
ফেরিওয়ালা হয়ে বদলেছি দিন, অল্প আঁচেতে খিদে বাঁচে
সাথে সাথী  হয়ে থাকবে পাশে পয়লা মে জবাব দিয়েছে।