জীবনে নিয়েছ হাজার দোল
         দে দোল দোল দে দোল দোল ।
ঘুমিয়ে ছিলো খোকা খুকু ডাক দিয়েছ
         দুয়ার খোল দুয়ার খোল ।।


শিকল পরা ছল ছিলনা, দিন বদলের আহ্বান
আধ মড়াদের ঘা মেরে জাগিয়ে দিয়েছ প্রাণ ।
        হৃদয় জুড়ে কি কল্লোল কি কল্লোল ।।


ঠুমরী গান আর সাকির হাতে পান পেয়ালা টলমলো
মজলিসে আর জ্বলেনা হাজার বাতির ঝাড়ের আলো ।


ভাঙরে কপাট ভাঙরে শিকল, এখন সে'গান হয়েছে শ্লোগান
আজ রক্ত ছোটে পাথর টুটে জীবনের জয়গান।
        সকাল ঠিক আসবেই দুঃখ যতো ভোল ।