চিনি চিনি তোমারে চিনি
তুমি লবঙ্গ দ্বীপের বাসিন্দা ।
    শরীরে তোমার অদ্ভুত শ্যমলিমা
    চোখে তোমার মাছরাঙা ডানার নীল।
        ঠোঁটে লেগে থাকে পাকা ডালিমের আভা
        এলো চুলে লুকিয়ে থাকে আষাঢ়ের মেঘ।
চিনি চিনি তোমারে চিনি
অলকানন্দার প্রাসাদে একা অপেক্ষারতা।
     শতদ্রু তোমায় ছুঁয়ে ছুঁয়ে চলে যায়
     ফুলের সুবাস তোমায় জড়িয়ে থাকে।
         মনের গভীরে কার ছবি এঁকে রাখা।
         সে কি আসে বরষন রাতে পিয়া পরবাসে।
চিনি চিনি তোমারে চিনি
খাজুরাহর পাথরে খোদিত সেই পত্রলেখা।
      কি লিখে যাও একান্ত আনমনা হয়ে।
      প্রহরের পর প্রহর যুগের পর যুগ ধরে।
          এবার এই আলোর উৎসবে আসবে কি?
          স্বপ্নের পর্দা সরিয়ে বাস্তবের কঠিন মাটিতে?
চিনি চিনি তোমারে চিনি প্রবাসিনী
চলে এসো প্রকৃতি আর পুরুষের মিলন বাসরে।