এ গ্রীষ্মের দাবদাহ যদি জোত্স্না ঢেলে দেয়
     উদাসী প্রেমিক হাঁটে পিচগলা রাস্তায় ।
স্টেটবাস হর্ন বাজিয়ে প্রবল ঝাকুনিতে দাঁড়ায়
     চারধার থেকে ব্রজবুলি বাতাসেতে ছড়ায় ।
সদ্য চপ্পল হারিয়ে ওষ্ঠপ্রান্তে হাসি রেখে দেয়
     রাস্তার ওপারে প্রেমিকা নীল ওরনা ওড়ায় ।
এপার থেকে ওপারে মৃত্যু শাসিয়ে দিয়ে যায়
    নিস্তব্দ দুপুরে অকস্মাত মন মিলন প্রতিক্ষায় ।
মন যে তখন রুপোলী নদী মোহানাতে ধায়
   প্রিয়া সুজাতা হয়ে পাত্রে পরমান্ন সাজায়।