তোমার সাথে পথ চলে ক্লান্ত ;
কথার নতুন মোড়কে উদভ্রান্ত ।
চেয়েছিলাম ভালবাসা পাখির নীড়ের মতন
প্রতিমুহূর্ত দুপুরের মতন করতাম উদযাপন।


তুমি ছিলে কালবৈশাখীর দুর্মদ ঝড় ;
দুরন্ত বেগে ধেয়ে করে দাও চুরমার ।
আগুন ফাগুন পলাশ মাস, বুকের ভিতর সর্বনাশ।
এলো বৃষ্টিদিন ভরা শ্রাবণ, সবুজ প্রাণের আস্বাস।