আমার আঁধার জীবন
   দাও ভরে দাও তোমার আলোকমালায়।
আমার এই বদ্ধ ঘরে
   দখিন বাতাস এনে করো ফাগুনময়।।


ওই যে দূরে পলাশ ফোটে
বলছে কথা আকাশ ঝুঁকে ।
আমার তো ইচ্ছে করে
অমন করে বোলবো কথা মুখে মুখে।।


ওই যে নদীর ছন্দে চলা
সাগর ডাকে দিচ্ছে সাড়া।
আমার তো ইচ্ছে করে
অমন করে ছন্দ দোলায় যাই সুদুরে ।।


ওই যে বৃষ্টি দারুন মিষ্টি
মাটির বুকে জাগায় সৃষ্টি।
আমার ও যে ইচ্ছে করে
অমন করে গান শোনাই মেঘ মল্লারে।।


আমার আঁধার জীবন
   দাও ভরে দাও তোমার আলোকমালায় ।
আমার এই বদ্ধ ঘরে
   দখিন বাতাস এনে করো ফাগুনময়।।