মান করে নদী যায় সরে সরে
ভান করে চাঁদ লুকায় মেঘের ভিড়ে
তুমি কি তাই দূরে সরে যাও প্রিয়
      মানে অভিমানে বনতলে শুধুই কদম ঝরে।
একবার যদি দেখে নিতে
সে নদীর বুকে কান পেতে ।
তোমায় ছাড়া কি বইতে পারে
     তাই যেতে যেতে বারবারে পিছু ফেরে।
চাঁদের বুকে যে কলঙ্ক দাগ
কাজল কালিতে রেখেছি রাত।
একা একা কি আর ঘুম আসে
      আমার প্রিয় যখন রয়েছে যোজন দূরে।।