অপূর্ব অনাবিল এক ইচ্ছা ...
আমার হৃদয় ফুঁড়ে উড়ে গেল দূর আকাশে
আমার পালক শরীরে লাগে সূর্যের আলো
আমার বুকে পালতোলা নাওএর সন্ধি প্রস্তাব
জোত্স্নার যত উজল উছলে আসছে মুখে
তারাদের খুঁটে নিচ্ছি একটি একটি করে  
ওদের শরীরের নিস্পাপ সুবাস ছুঁয়ে দেখি  
আমার ভালবাসা এখন শুভ্র এক তাজমহল
রাত জাগা জোনাকি হয়ে আছি অপেক্ষায়
এক আলোকবর্ষ অপেক্ষাতে ও বেঁচে আছি ।


তুমি আসছ তো! তারাদের আলোক রেনু মেখে
অন্তরে রেখে দিও লাল গোলাপের আতর
চোখের দৃষ্টিতে রেখে দিও নতুন সকাল
প্রজাপতি ডানায় স্থিতি হোক শিশুর চঞ্চলতা
হিমের রাতে ঝরে পড়ব পদ্ম-কোরকে
বহু জন্মের ইচ্ছা এবার পাবে পরিপূর্ণতা ।