তোমায় সামনে রেখে কখনোই বলতে পারিনি
অন্য অনেকের মত - তোমায় বড় ভালোবাসি।
তবু কাছে দূরে দেখা বা নাদেখায় কখনো ভাবিনি
সেই কঠিন কর্কশ শব্দ - তোমায় ভালোবাসিনা।
একটা কিছু ভালো, যাই তোমাকে বলি
একটা কিছু মন্দ, তোমাকে শোনাতেই হবে।
তুমিও তো শুনেছো, যখন বলি এসব কথা।


আকাশের মতো চোখ করে তোমায় শুধু খুঁজি
বাতাসের কাছে ঘ্রাণ নিয়ে বোঝার চেষ্টা করি।
ঝর্ণার থেকে ছন্দ নিয়ে তোমার পায়ে পড়ায়
নদীর থেকে সুর নিয়ে প্রেমের গান শোনাই।
পত্রকোরক থেকে স্বপ্ন, তোমার জন্য সাজাই
বৃষ্টিমন্ত্র উচ্চারণে আশার বীজ বপন করে যাই।