জানিনা কি দোষ ছিল,স্ফটিক সম অভিমান
                   আমি ভাঙতে পারলাম না ।
আস্ত একটা হৃদয় জমি উর্বর পড়েছিল
                      বীজ রোপন হলনা ।
আকাশ ভাঙ্গা বৃষ্টি ছিল, মিঠেকরা রোদ্দুর ছিল
                      তবু ফসল ফলল না ।
বুকে আমার নদী ছিল, সেই নদীতে নাও ছিল
                     তবু জলে ভাসলাম না ।


খেলার ছলে ফুল বাগানে খেলার সাথী
                      আমিই একা ছিলাম ।
সেদিন বৃষ্টির সাথে হটাত বাজ পড়তেই
                 চমকে জড়িয়ে ধরেছিলে।
তুমি স্বপ্নকথা যা যা বলেছ তাতেই আমি  
                      প্রেমেই মজে গেলাম।
থাকবে সাথে এমনি করেই সুখে দুখে ,
                 বুঝিনি মিথ্যে বলেছিলে ।