কাঁটাওয়ালা লাঠিটা অতর্কিতে ঘাড়ে পড়তেই
           আমার চোখে অন্ধকার ছুটে এলো ;
ক্রমশ অন্ধকারের ভিতর ডুবে যেতে দেখি
         আঁধার মূর্তি কেউ হাত বাড়িয়ে দিলে।
হাতে হাত রাখতেই অনুভব একরাশ উষ্ণতা
         শরীর থেকে নিমেষে যন্ত্রণা উধাও।
একবার শুধু অস্ফুটে বলতে পেরেছিলাম
         কে কোথায় আছো আমায় বাঁচাও!


তুমি চেনা হাসি হেসে বলেছিলে এই যে আমি
         তোমার মিতা এই জীবনের সাথী ।
তুমি অমন করে বরফ চাদরে শুয়ে আছ কেন?
          একি এত রক্ত, এতো এক রক্তনদী ।
ভাল আছো মিতা? তোমায় কথা দিয়েছিলাম  
           যুদ্ধ জয় করে ঠিক ফিরে আসব।
হলনা, অন্যায়ভাবে ওরা মেরে শেষ করে দিল
        তোমায় পেতে আমি আবার জন্ম নেব!