আমাদের দেখা হবে পাখী ডাকা ভোরে
মৃত্যু প্রাচীর ভেঙেছি সারারাত ধরে।


আমাদের দেখা হবে রোদ ওঠা ভোরে
মৃত্যুর কুয়াশা সরে একটু একটু করে।


আমাদের দেখা হবে সূর্য দেখা ভোরে
মৃত্যুর ভয়ে আর যাবনাকো পিছু ফিরে ।


আমাদের দেখা হবে ফুল ফোটা ভোরে
মৃত্যুর ক্রীতদাস নই শিকল দিয়েছি ছুঁড়ে।


আমাদের দেখা হোক মানুষের ভিড়ে
বুকের হাতুড়িতে ছন্দ, আবার আসুক ফিরে।


বানজার মাটিতে খুশির বৃষ্টি পড়ুক ঝরে
অযুত প্রানের বীজ ছড়াব যে থরে থরে ।


সময়ের সাথে চলি টিক টিক করে  
সবুজের সমারোহে আনন্দ ঝরে পড়ে ।


আমাদের দেখা হবে এমন এক ভোরে
উৎসব আলো ঝরে এক উঠোন একই ঘরে।