তোমার প্রতিটি দৃষ্টিপাত যেন এক একটা উপন্যাস
নতুন বইয়ের গন্ধে ভরপুর
কতনা রোমাঞ্চ জমে আছে প্রতি পাতায়
আমি পড়তে চাই আকণ্ঠ দৃষ্টিপাতের উপন্যাস ।


তোমার চলার ভঙ্গিতে বৈশালীর নগরের ভাস্কর্য
এত নিটোল আর সত্য যে ছুঁতে ইচ্ছা হয়
প্রকৃতি কি যত্নে করেছে আবিস্কার
আমি সারাজীবন ওই ভাস্কর্যে হারাতে চাই।


তোমার কথা বলায় সাত সুরের জাগ্রত মূর্ছনা
দিনভর শুনি ভৈরবী আশাবরী বেহাগ মালকোষ,
বসন্ত বাহারে পলাশ কৃষ্ণচূড়া ফুটবে অগাধ
আমার সব কলুষতা মেঘ মল্লারে ভেজাতে চাই  ।


তুমি আমাকে একটু ছুঁয়ে দেবে নন্দিনী
তোমার মন্দাকিনীর স্বচ্ছ জলে ডুবেতে চাই
আমার আকাশের যত সূর্য চন্দ্র তারা
তোমার জলে প্রতিবিম্ব হয়ে রয়ে যেতে চাই।