মোচার মতন উন্মুক্ত হতে হতে
         এখন তোমার দ্বারে এসেছি।
ঢেউয়ের দোলায় দুলতে দুলতে
          তোমার তীরে এসে মিশেছি।
বুকের অন্ধকারে সে কি আলো
          বিচ্ছুরিত আলোয় প্রেমের প্রকাশ।
আমার কাঞ্চনজঙ্ঘা কুসুম কুসুম
          এ যেন নতুন দেশ নতুন আকাশ।


মুক্ত চাহনিতে দুহাত পেতে বলেছি
           ফিরিয়ে দিওনা, ভালবাসা দাও ।
আমার এ আকাশ বাতাস স্বপ্ন সাধ
           সব নিয়ে আপন করে নাও।
অচেনা এক পাখী বেসুরে  গান গায়
           তীর ছুঁয়ে তাই ঢেউ ফিরে যায়।
আমার শরীরে এক পৃথিবীর স্থবিরতা
          তবু ভালবাসা ফসিলে ঠায় পায়।