আজ সে কিছুতেই আসতে চায়ছেনা
মনে মনে ভাবছি একবার আখর কেটে যাক
উন্মুক্ত এই চাতক আকাশ বুকে ।
জলের ধারার মতন আলপনা হতে পারে।
কনে দেখা মেঘের মতন ও হতে পারে।
এলোমেলো পাগল হাওয়ার মতন হতে পারে;
বর্ষার ঢলঢল নদীর মতন ও হতে পারে ;
নবযৌবনা নারীর হাবভাবের মতন হতে পারে।


পরিযায়ী শ্রমিকের হারানো ইচ্ছার মতন আসুক।
রাত পাখিদের উড়ে যাওয়া ডানার শব্দের মতন ;
সকালে বাসায় রাখা অসহায় পখিশাবকের মতন ।
আসন্নপ্রসবার শরীরে শিশুর জেগে থাকার মতন।
সব বাধা সরিয়ে ইথার তরঙ্গে তরঙ্গায়িত হয়ে
সে আসুক , আমার কবিতার সাদা পাতায়।