মন খারাপের গল্পগুলো আর তোমাকে শুনতে হবে না।
আজ থেকে তুমি বন্ধন মুক্ত ।
আকাশে উড়ে যাওয়া উরন্ত দুরন্ত পাখির মতন ।


মন খারাপের গল্পগুলো রেখে দিলাম খাতার ভিতর।
থাকবে ওরা নিজের মত চিত্রিত হয়ে।
থেকে যাবে আদি অনন্ত কাল ধরে পত্রলিপি হয়ে।


মন খারাপের গল্পরা ভীষণ ভারি আর লবনাক্ত।
তোমাকে দুঃখী করত চোখের জল ঝরাত।
আজ থেকে ওরা থাকবে আমার একান্ত আপন হয়ে।


মন খারাপের গল্পের পাণ্ডুলিপি যাবে আমার কবরে ।
ওরা ও আমার সাথে একদিন মাটি হবে।
বৃক্ষরাজের শিকড়ে শিকড়ে সে মাটি সুধা ছড়াবে।


মন খারাপের গল্পেরা রুপ পাল্টে হয়ে যাবে ছায়া।
তুমি এসো কোন ক্লান্ত দুপুরে।
দুদণ্ড শান্তি নিয়ে যেও, প্রতি পাতার মৃদু কম্পনে।


মন খারাপের গল্পের ভাষা তুমি জানতে ও পারবেনা।
ওরা তোমাকে শুনিয়ে যাবে একে একে।
আমার মনের নিরব নিভৃত ভালাবাসার গোপন কথা।