আজ থেকে তুমি নন্দিনী অন্য কারোর হবে।
হবে তুমি কারোর সখী, কেউতো হবে সখা।
সখা কিন্ত আমি ও ছিলাম, হয়ে সবুজ সাথী
সাথী চিনতে পারেনি, আমি ও বলতে পারিনি।
পারিনি বোঝাতে আমার ও একটা আছে নদী
নদীর স্রোতে এনে দিতে কত জোয়ার ভাঁটা
জোয়ার ভাঁটায় দিন রাত্রি শুধুই নৌকা বাওয়া
নৌকা বাওয়া শেষে সাথে হাঁটা বালুরচরে
বালুরচরে শরীর জুড়ে জ্যোৎস্না ঝরে পড়ে।
ঝরে পড়ে বকুল,ফোটে গাছে বর্ষাদিনে কদম
কদম ছিল ভীষণ প্রিয়, আব্দার ছিল এনে দিও।
দিতাম এনে কদম, তুমি নিতে দুহাত ভরে
ভরে যেত এই মন,দেখে তোমার মুখে আলো।
আলো কেমন থিতিয়ে গেল,সেই সেদিন থেকে
সেদিন থেকে অমাবস্যা, আজ বুঝি পূর্ণিমা ।


পূর্ণিমাতে সানাই বাজে,সেজেছ বেশ বঁধুবেশে
বঁধুবেশে দারুন লাগছে,দাঁড়ালে তুমি কাছে এসে।
এসে দুহাত বাড়িয়ে চেয়ে নিলে-আমার কদম দাও
দিয়েদিলাম অকাতরে, যা এনেছিলাম সাথে করে।
সাথে নিয়ে ফিরে এলাম, বেদনা ভরা সানাই সুর
সুর নিয়ে আমি যাই ফিরে, সাথী যেন ভাল থাকে।