আজ সকাল থেকে শুধু পুড়ছি
একরাশ অভিমানে পুড়ে যাচ্ছি...
দমকলে সে খবর কেউ দেবে না
তবু পুড়ছি ... যন্ত্রণায় ... অভিমানে
শুধু একজন জানে কেন পুড়ে যাচ্ছি...


অনেকদিন একসাথে চাঁদ দেখিনি
একসাথে বালুচরে হাতে হাত রাখিনি
সবুজ অরন্য গভীরে হারিয়ে যাইনি
উত্তাল সাগর ঢেউয়ে সাঁতার দিইনি
ফল্গু নদীটার কথা মনেই পড়েনি ।


আজ মেঘ্লা মনের মতন আকাশ কালো
চিলের ছড়ানো ডানায় বৃষ্টির গন্ধ
হয়তো ঝরবে আমার পোড়া হৃদয়ে
সে ও কি বলতে পারতনা চলো ভিজি
আবার দুজনে নতুন করে শুরু করি।


অবশেষে এলো একলা চিলেকোঠার ঘরে  
বৃষ্টির প্রথম ফোটায় যেন সম্বর রান্নাঘরে
আমার অনুভবে এ যেন নব প্রানসঞ্চার  
মুখে আঙ্গুল নিস্তব্ধতায় হৃদয় বলে হৃদয়কে
কোন কথা নয় এসো দুজনে ফুরিয়ে যায় ।