যদি নির্বাসন দাও
একদিন নির্বাসন শেষে তুমি আসবে তো
সেদিন ঝিঙ্গেফুল হেসে কাছে ডাকবে তো
সেদিন আর কোন কথা শুনবনা
মানবনা কোন ক্ষুদ্র ওজর আপত্তিগুলো
সেদিন ............


যদি ফাঁসি দাও
সেদিন যেন তুমি থেকো আমার সামনে
সেদিন চেয়ে দেখতে চাই তোমার মুখ
তখন কি মুখে থাকবে ওই বিমূর্ত হাসি
কাজল চোখে কি ভাসবেনা জলচ্ছবি
সেদিন...।


যদি মৃত্যু দাও
তোমার হাতেই যেন থাকে মৃত্যুদণ্ড
কি কারণে সে মৃত্যুদণ্ড তুমিই বলবে
ভারি দরবারে জানাবে সে অশ্রুত কাহিনী
বলতে  যেন তোমার কণ্ঠ রুদ্ধ না হয়
সেদিন...


যদি প্রেম দাও
ফুলের সুবাসে তোমায় স্মরন করে নেব
অর্কিড ফুলের জন্যে অপেক্ষায় এক মরুভুমি
প্রাচীন শিলালিপিতে উপন্যাস লিখে রাখব
মিশর পিরামিডে আনন্দ গান ছড়িয়ে দেব
সেদিন...