তুমি এলে তাই
ভোরের আকাশে সূর্য মুক্তি পায়।
তুমি এলে তাই
চলার পথে পাতাবাহার দোলা দেয়।


ছিলেনা তুমি তাই
দুরের আকাশ মেঘলা মুখেতে ঠায় ।
ছিলেনা তুমি তাই
বিনা গন্ধে বকুলেরা ঝরে যায়।


তুমি এসেছ তাই
নাম না জানা পাখিরা সব কি যেন বলে যায়।
তুমি এসেছ তাই
কান থেকে কানে মাঠ ময়দানে খবর ছড়িয়ে যায়।


তুমি এসেছ তাই
সুনন্দারা মঙ্গলঘটে আম্পনা এঁকে যায়।
তুমি ফিরেছ তাই
শ্রী-র কাননে বসন্তরাজ বারবার ডেকে যায়।


তুমি শুনবে তাই
শহর জুড়ে ব্যস্ততা আজ (নতুন) গানের মহড়ায় ।
তুমি যে সবার প্রিয় শ্রোতা
শীত গ্রীষ্ম বরসাতে (সবাই) তোমায় পেতে যায়।