একসময় ভাবতাম ঠিক বিকেলে আসবে
নীল রঙের খামে ভালবাসা পত্র আসবে ।
বসন্ত এলো ফিরে গেল আবার এলো
বসন্তরাজ প্রকৃতিকে প্রেম জানিয়ে গেল ।


এখন আর ভালবাসা পত্র আশা করিনা
মরুপথে একা একা চলেছি মনে হয়না।
নিশ্বাসে নেই দীর্ঘশ্বাস বিশ্বাসে পূর্ণ হিয়া
মরুদ্যানে হয়ে আছো যে পারাবত প্রিয়া ।


কি বলতে চাও প্রতিটি পলক বলে দেয়
এখন ফাগুন প্রতি উড়ন্ত কুন্তল জানায় ।
ওষ্ঠ-ধনুকের কম্পনে এবুকে তুফান
জোড়া ভ্রুর ভঙ্গিমায় মরা গাঙে বান।
প্রতি পদক্ষেপে জানাও পলাশের মাস
আঙ্গুল ইশারায় শাওন ঝরা বৃষ্টিমাস ।
জেগে জাগিয়ে রেখে অমা পূর্নিমাতে
অন্য আরব্য রজনীর গল্প কল্পনাতে।