আমাকে শেষ করে দেবার জন্য
   তোমার তির্যক দৃষ্টিই ছিল যথেষ্ট ।
      সাদা ধবধবে ফরাসের দরকার ছিলনা
        হাজার বাতির রোশনায়-এর দরকার ছিল ?
          পান পেয়ালায় জহর না মেশালে ও চলতো ।
আমাকে শেষ করে দেবার জন্য
   তোমার তির্যক দৃষ্টিই ছিল যথেষ্ট ।
      চাইলেই খঞ্জর ফুঁড়ে দিতাম হৃদপিন্ড
        হাসতে হাসতে কালনাগিনীর ছোবল নিতাম
           জ্বলন্ত অঙ্গারে নিজেকে নির্দ্বিধায় সঁপে দিতাম ।
আমাকে শেষ করে দেবার জন্য
   তোমার তির্যক দৃষ্টিই ছিল যথেষ্ট ।
     একটা অনুরোধ তোমার কাছে থাকত
        ধনুক ঠোঁটে জ্যামুক্ত শব্দ শুনতে চাইতাম
          অবহেলায় না'হয় বলতে তোমায় ভালবাসি।
আমাকে শেষ করে দেবার জন্য
   তোমার তির্যক দৃষ্টিই ছিল যথেষ্ট ।
      আকাশ কুসুম চয়নে সারা জীবন দিতাম
         হাজার বছর অপেক্ষায় যক্ষ হয়ে থাকতাম
            শুধু শোনাতে ভালবাসি। তারপর...গল্পের শেষ।