চলার পথের বাঁকে ওই দুচোখ দেখলেই
প্রেমে পড়তে ইচ্ছে করে ।
এমন একটা জ্যোৎস্না রাত পেলেই
সেই রাতে তোমায় পেতে ইচ্ছে করে ।


তোমার ওই মন খরস্রোতা নদী হলেই
আমার কেমন সাঁতার দিতে ইচ্ছে করে।
তোমার অবুঝ হৃদয় নীলপাখী হলেই
আকাশের নীলে ডানা মেলতে ইচ্ছে করে।


গভীর রাত যদি হয় তোমার খোলা চুল
বার বার পথ ভুলতে ইচ্ছে করে।
ধনুক ঠোঁট থেকে শব্দের বাণ ছুটলেই
আমার ঝর্ণার গান শুনতে ইচ্ছে করে।


তোমার কাশফুল দোলা পথের চলায়
বর্ষায় বকুল শরতে শিউলি ঝরাতে ইচ্ছে করে।
তোমার দুঃখরাশি হয় যদি পাহাড় প্রমান
ইচ্ছেগুলো এক হয়ে যেন তোমায় নতুন করে ।