দেখছ না আকাশটা ঝুঁকে পড়েছে নদীর বুকে ।
নদী তখন সবে বাঁক নিয়েছে ময়নামতির বুকে ।
ময়নামতি? বুধিয়াকে যে ভালবাসে অলক্ষ্যে ;
বুধিয়া ! গরু চড়ায় বাঁশি বাজায় আপন সুখে ।
জুটত সব পাখির দল শুনতে পেলে বাশির সুর;
শুধু পাখিরা নয়, আসত আরো জন্তু জানোয়ার ।
ওরা তখন হিংসা ভুলে উদার হয়ে থাকত দেদার ;
হিংসা ভুলতে পারলনা একমাত্র মানুষ পৃথিবীর ।
দেশে বিদেশে এমন স্বর্গীয় দৃশ্যের ছবি পাঠালো ;
এমন দৃশ্য দেখার জন্যে বনিকের দল ছুটে এলো।
বনিকেরা সাংঘাতিক বাঁশির সাথে রাখাল চুরি হলো;
চুরি যাওয়া রাখালের সাথে ময়নামতির প্রেম ছিল ।
প্রেম কুসুম ফুটতে না ফুটতে অকালেতে ঝরলো;
ময়নামতি সূর্য্য বিনা সূর্য্যমুখীর মতো মুষড়ে গেল ।
যদি প্রাণ উছলে ওঠে তাইতো নদী সেথায় ছুটে যায় ;
আকাশ ও তার প্রেমপিয়াসী ফিসিফিসিয়ে কথা কয় ।