শান্তি বলো স্বস্তি বলো, ওটা তোমার কাছেই আছে
তাই যখন ইচ্ছা হয়, কতশত বার ছুটে আসি কাছে ।


কত কথা কত গল্প,কত কি স্মৃতির ধুলো মাড়িয়ে
কারণে অকারণে হাসি কান্নায় সময় যায় পিছিয়ে ।
কারো কারো মনে সমুদ্র সন্দেহ ডালপালায় মহীরুহ
ওরা জানেইনা, কতটা দেহহীন হয়ে দিয়ে গেছ দেহ ।
এই শরীর মন অলি গলি ভঙ্গ বিভঙ্গ কত পরিচিত
জনে নির্জনে স্বপ্ন জাগরণে চকিতে হও প্রকাশিত।


আমি নিশিতে পাওয়া, উড়িয়ে পাল ছুটি যায় দরিয়ায়
শুভ্রাঙ্গে আঁকি কলঙ্ক দাগ,ও প্রেয়সী চিরন্তনী কবিতায়।