অসুখ এখন মনে প্রাণে
অসুখ চোখের ভয়ার্ত দৃষ্টিতে
অসুখ বুকের ধিক ধিক হৃদপিন্ডে ।
        জীবনের প্রাঙ্গনে ফড়িং উড়ছিল
        প্রজাপতিরা উড়ে আসত কখনো
        আমফান ঝরে মৃত আমের ডালে ।
এখন আর এখানে কেউ আসেনা
এখন এখানে মৃত কবরের নিস্তব্ধতা
এখন এখানে খোলস ছাড়ে ফণাধর ।
        আমায় আর কখনো খুঁজবেনা
        আমার শরীরে ছড়িয়ে গেছে বিষ
        আমার নিশ্বাসে পুড়ে যায় পাতা।  
এ অসুখ যেন তোমাকে স্পর্শ করেনা
এ অসুখ আমি একা হজম করে নেব
এ অসুখকে আমি যেন জয় করতে পারি ।