কবিতার মতন আহেলী তোর জন্ম হয়েছিল ।
সাদা পাতাটায় রক্তের রঙে অক্ষর গুলো
যন্ত্রনার শিরা উপশিরায় প্রবল রক্তচাপ...
তিমিরবিদারী এক প্রসব যন্ত্রণার আর্তনাদ
এক পাহাড় থেকে অন্য পাহাড়ে প্রতিধ্বনিত
ফিরে আসে সমুদ্র মরুভূমি ডিঙিয়ে এগোয়
কখনো নদীপথে কখনো রুক্ষ মালভূমি মাড়িয়ে
এক্কেবারে তোর মাতৃক্রোড়ে নিরপত্তার ঘেরাটোপে ।


নিস্তব্ধতা ভেঙে চুরমার করে ঝরলো মাটিতে ।
তোর কান্নায় প্রথম স্বস্তি পেল সেই গর্ভধারিনী ।
মুখে হাসি চোখে ছিল আনন্দের অশ্রুধারা ।
আমায় গর্বিত জনক করে ধন্য করে দিলি ।
এখন বড় হয়েছিস, আধো আধো কথা বলিস,
তোর হাসিতে হাসি তোর কান্নায় কাঁদি ।


বলনা, তোর শক্ত ওই মুঠিতে কি রেখেছিস মা ?
কিছুতেই বলবিনা আমি অবাধ্য শুনবই শুনব ;
ফিক হাসি বন্ধ,বেশ গম্ভীর হয়ে গেলি নিমেষে,
বলে দিলি অনায়াসে ''আমার হাতে পৃথিবীর চাবি ''