কাল গোধুলিতে ধুসরতার ওড়না উড়িয়ে
গর্ব খর্ব করে দিয়েছ দিনকরের দাবদাহ।
আজ সকাল থেকে শুরু হয়েছে সকল প্রস্তুতি।
কখনো তুমি দু পা পিছিয়ে আবার এগিয়ে,
রোদ্রছায়ার দুর্বার সমরে তুমি জিতে গেলে ।
ঘন ঘন বেজেছে গুরু গুরু ধ্বনিতে রণদামামা।
চেখে নিচ্ছে দিগন্ত-নাগিনী চেরা জিভে আকাশ।


এই প্রকৃতির জল মাটি বাতাস ফল ফুল নদী পাখী
সকলে কায়মনবাক্যে তোমাকেই একান্ত চেয়েছে।
সবাকার আত্মিক চাওয়ায় সাড়া না দিয়ে পারনি;
তোমার প্রতি অহরহ অবহেলাকে তুচ্ছ করেছ।
এই মাটি এই গাছ পাতা এই শুস্ক হৃদয় তৃষ্ণার্ত;
তোমার রূপালী অমৃতধারায় সিক্ত হবে এবার ।
তুমিই সে প্রাণদায়িনি তুমি সে প্রিয়া পারাবাত।