লাল রঙ আমার খুব প্রিয় ।
সিন্দুর টিপ লালপাড় শাড়িতে
মাকে পুজো করতে দেখলেই আমার
মন কেমন ধুপ ধুনোর গন্ধে ভরে উঠতো ।
সকালে লাল সূর্য উদয়
বিকেলে লাল আবিরে আকাশ রাঙিয়ে
যখন সূর্য ডুবে যেত, আমার মাকে মনে পড়ত ।
লাল রঙ বলেই ভালোবেসে ফেলি অশোক পলাশ।
এই কঠিন শহরে
ওদের দেখলেই আমার মন ভালো হয়ে যায় ।
আমার প্রথম চাকরিতে
মাকে চওড়া লালপাড় শাড়ি দিয়েছিলাম ।
সেটা আমার জীবনে ছিল একটা বিশেষ দিন ।
বাবা মারা যাবার পর
মাকে আর সেই লালপাড়ে দেখিনি
খারাপ লাগত বলে রঙ খেলাও ছেড়ে দিলাম ।
একদিন মা চোখের জলে বলেছিল  
খোকা,আমি জানি তোর প্রিয় রঙ লাল,
আমার জন্য তুই আর রঙ খেলতে পারিসনা ।
ঐ রঙ আমিও খুব ভালবাসি
তুই আবার রঙ খেলা শুরু কর,
আমার দেখতে খুব ভালো লাগে খোকা ।
একদিন মা ও চলে গেল
এখন ছবি মায়ের কপালজুড়ে  
লাল আবীর ছুঁয়ে দিয়ে খেলি আবীরখেলা ...