কাগজের কাটাকুটিতে কি সব শেষ হয়ে যায় !
          এই চোখের দিকে চেয়ে উত্তর চাই ।
কাগজের নৌকা কি পৌঁছতে পারে ঠিকানায় !
          নাতো; ঢেউ-এর উত্তালে ডুবে যায় ।
এই যে ঝড় নামিয়ে চলে গেলে বাপের বাড়ি;
         জানতে একা থাকতে পারিনা মোটেই ।
হটাত ঝড় বৃষ্টির পর চাঁদ এসেছিল জানলা দিয়ে  
         জেগে থেকেছি সারারাত একা বিছানায়।
আমার কোথায় যে কি থাকে কিচ্ছু পাইনা হাতে
        অদ্ভূত অবস্থা,সব থেকেও যেন কিচ্ছু নেই।
বিভোরে দেখেছিলাম,চাঁদের দেশে মেঘের পাড়ি
        ইচ্ছা হয়, যদি একদিন আমিও পাড়ি দিই ।