বিশ্বাস করো এমনটা হবে বুঝতে পারিনি এই মিত্রপক্ষ ।
লড়াইটা যখন হবে তখন চাই জোরদার একটা প্রতিপক্ষ ।
খোলা একটা ময়দানে একা তলোয়ার চালাবো কি করে?
যদি সামনের যোদ্ধা থাকে হাত গুটিয়ে মাথা নত করে ।


বুকের ভিতর আগুনটা জ্বলছে, শরীরে প্রবাহ জ্বরের তাপ ?
জোরদার একটা ঝড় চাই,আর মুষলধারে হোক বৃষ্টিপাত ।
এই অস্ত্র এখন কিংখাবে নয়, রেখে দেব তোমার চরনতলে;
প্রতিজ্ঞাবদ্ধ, আমার আমিকে তোমাকে সমর্পণ করব বলে ।